করোনা আক্রান্তের সংখ্যা৬ হাজার ছুঁইছুঁই

IMG-20250608-WA0289

উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে সংক্রমিতের সংখ্যা। আর তাতেই বাড়ছে উদ্বেগ। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চারজনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ৭৫৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। তবে করোনা বাড়লেও আপাতত চিন্তার কিছু নেই বলেই মত চিকিৎসক মহলের। যদিও গোটা বিষয়টি নিয়ে সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই সব রাজ্যকে করোনা নিয়ে সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্র। কেরল, মহারাষ্ট্র এবং দিল্লিতে হু হু করে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। তবে কেরলের অবস্থা সবচেয়ে খারাপ। রাজ্যভিত্তিক হিসাব দেখলে, কেরলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭জন, গুজরাতে ১০২, দিল্লিতে ৭৩ এবং পশ্চিমবঙ্গে ২৬ জন। তবে অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, মিজোরাম, ত্রিপুরাতে নতুন করে সংক্রমণের কোনও খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের একটা অংশের ধারণা, করোনা নতুন করে ছড়ালেও আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর জেনারেল রাজীব ভাল বলেন, “দক্ষিণ এবং পশ্চিম ভারত থেকে পাওয়া নমুনার জিনোম সিকোয়েন্সিং করে জানা গিয়েছে, এটি ওমিক্রনেরই একটি ভ্যারিয়েন্ট।” যে হারে দেশে নতুন করে করোনা বাড়ছে তাতে চিকিৎসা মহলের একাংশের আশঙ্কা, পুরনো কোভিড বিধি ফিরতে পারে! জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও ক্রনিক রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। তবে প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে, নতুন করে করোনার ঢেউ এলে তা মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত সরকার। অযথা আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

About Author

Advertisement