করিশ্মার আইনজীবীর তোপ 

IMG-20250912-WA0114

সঞ্জয়ের স্ত্রীকে করিশ্মা কপূরের প্রাক্তন স্বামীর সম্পত্তি নিয়ে তরজা থামছে না। ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে নাকি করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ানকে দেওয়া হয়েছে ১৯০০ কোটি টাকা। সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেবের আইনজীবী প্রশ্ন তুলেছিলেন, ‘ওদের আর কত চাই?’ এ বার পাল্টা দিলেন করিশ্মার আইনজীবী। করিশ্মার আইনজীবী মহেশ জেঠমালানির বক্তব্য, কোনও রকমের আর্থিক বোঝাপড়া হয়নি। ৩০ হাজার কোটির মধ্যে মাত্র ১৯০০ কোটি টাকার সম্পত্তি কিয়ান ও সামাইরাকে দেওয়া মোটেই যুক্তিযুক্ত নয়। প্রিয়া সচদেব নাকি সম্পত্তির দলিল প্রকাশ্যে আনছেন না বলেও দাবি করেছেন তিনি। কিছু দিন আগেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সামাইরা ও কিয়ান। তাঁদের অভিযোগ প্রিয়া নাকি দলিল জাল করার চেষ্টা করেছেন। সব সম্পত্তি দখল করার পরিকল্পনা করেছেন সঞ্জয়ের স্ত্রী। এর পরেই প্রিয়ার আইনজীবী জানিয়েছিলেন করিশ্মার দুই সন্তানদের জন্য লিখে দেওয়া হয়েছে ১৯০০ কোটি টাকার সম্পত্তি।

About Author

Advertisement