এবার শামিল ইস্টবেঙ্গল ক্লাব

IMG-20250424-WA0001

পিআর সলিউশনের উদ্যাগে এবার সামিল ইস্টবেঙ্গল ক্লাবও। ফুটবলার শুভ দাসের জন্য চেক তুলে দিল লালহলুদ। শুক্রবার সকালে সৌরভ গঙ্গোপাধ্যায়, আদিত্য গ্রুপ ও পিআর সলিউশনের উদ্যাগে শুভ দাসের হাতে চেক তুলে দেওয়া হয়েছিল। আর সন্ধ্যায় শুভর জন্য চেক তুলে দিলেন ইস্টবেঙ্গল সচিব রূপক সাহা। পক্ষাঘাতে আক্রান্ত শুভ। সংক্রমণে বাদ গিয়েছে একটি হাতও। তাঁকে সুস্থ করে তোলার মহান উদ্যোগে এবার সামিল হল ইস্টবেঙ্গল ক্লাব।

About Author

Advertisement