এনআরসির বিরোধীতা করে কোচবিহারে মিছিল করলো তৃণমূল

IMG-20250717-WA0092

কোচবিহার: এনআরসির বিরোধীতা করে কোচবিহারে মিছিল করলো তৃণমূল। বুধবার এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি স্বপন বর্মন, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা, কুচবিহার পুরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ, দলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেন্দ্র বৈদ , যুব তৃণমূলের জেলা সহ-সভাপতি সায়নদ্বীপ গোস্বামী থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা। একদিন এই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন পথ পরিক্রমা কালে কেন্দির বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয় কর্মী সমর্থকরা। এনআরসির নামে বাঙ্গালীদের বিভিন্ন রাজ্যে হয়রানি করার স্লোগান উঠে আসে মিছিলে।তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এমনকি দিল্লি, গুজরাট, রাজস্থানেও বাঙ্গালীদের বাংলায় কথা বললেই তাদেরকে হেনস্তা করা হচ্ছে। তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে এদিন এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিলে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এই মিছিলের মধ্য দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহারের নয়টি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত করতেই এবং বিজেপিকে আস্তাকুড়ে ফেলে দেওয়ার ডাক দেওয়া হয়।সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গোটা রাজ্যজুড়ে বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও এর পক্ষে কোচবিহারের রাজপথ তৃণমূল নেমেছে। এ রাজ্যে যারা বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করেন কর্মসূত্রে আসেন আমরা কখনো ভাবি না এই বাংলায় যারা অন্য ভাষায় কথা বলেন তারা ভারতীয় নয়। অথচ বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন বাঙালিরা যারা বাংলা ভাষায় কথা বলছেন তাদেরকে বিজেপি পরিচালিত সেই সরকারের পুলিশ হেনস্থা করছে ধরে নিয়ে যাচ্ছে। এদের কাউকে বিএসএফের হাতে তুলে দেয়া হচ্ছে আবার পুশব্যাক করে বাংলাদেশেও পাঠানো হচ্ছে। এর বিরুদ্ধেই আন্দোলনের ডাক দিয়েছে দলনেত্রী। কোচবিহারে এর বিরুদ্ধে আমরা পথে নেমেছি।

About Author

Advertisement