উপচার্যকে বেনজির আক্রমণ শিক্ষামন্ত্রীর

IMG-20250913-WA0175

কয়েকদিন আগে টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তীকে কুমন্তব্যের অভিযোগে সেন্সর করা হয়েছে। এনিয়ে কথা বলতে গিয়েই ফের একবার প্রকাশ্যে এল উপাচার্য-শিক্ষামন্ত্রী ‘দ্বন্দ্ব’। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে বেনজির আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ‘কাক ময়ূরের পুচ্ছ পরলেই ময়ূর হয় না’ বলে কটাক্ষ করলেন তিনি। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “অল ইন্ডিয়া র‌্যাঙ্কিং বলছে বিশ্ববিদ্যালয় প্রায় শেষ। তারপর ছাত্রদের ধরে ধরে টার্গেট করা, প্রতিহিংসা মেটানো, এটা ছাত্র সমাজের পক্ষে দুঃশিন্তা এবং কলঙ্কের। সে কেয়ার টেকার হোক বা যাই হোক।”
তিনি বলেন, ‘আমি জানি না ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে একজন ছাত্রকে এভাবে সেন্সর করা যায় কি না।’
কার্যত অভিযোগের সুরে আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রায় শেষ। ছাত্রদের ধরে ধরে টার্গেট করা হচ্ছে। এভাবে প্রতিহিংসা মেটানো, এটা খুবই দুশ্চিন্তার ও কলঙ্কের।’
যদিও সেন্সর বিতর্কে উপাচার্য বলেন, ‘আশা করেছিলাম কুমন্তব্যের জন্য দলের তরফে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া হবে। দিন চলে গেলেও কোনও সেন্সর করা হল না। উপরন্তু কিছু কিছু জায়গায় গিয়ে শিক্ষামন্ত্রী বেশ কিছু কথা বলেন। ওনার মান যে এত নীচে নেমে যাবেন, কল্পনা ছিল না।’

About Author

Advertisement