উন্নয়নমূলক কর্মসূচি “আমাদের পাড়া, আমাদের সমাধান”

IMG-20250913-WA0108

রাজ্য সরকারের নতুন উন্নয়নমূলক কর্মসূচি”আমাদের পাড়া,আমাদের সমাধান” এর কর্মসূচিস্থল পরিদর্শনে আজ পুরনিগমের ২৯নং ওয়ার্ডের ইন্ডোর স্টেডিয়াম, ৪৬ নং ওয়ার্ডের ট্রাইবাল হিন্দি উচ্চ বিদ্যালয় এবং ৪০নং ওয়ার্ডের মাউন্ট ভিউ ইংলিশ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, সুস্মিতা বোস মৈত্র এবং অন্যান্য রা। পাড়ায় সমাধান এই প্রকল্প এখন সারা শিলিগুড়িতে জনপ্রিয়, মানুষের কথা শুনে সেই মত কাজ করা হচ্ছে। এতে মানুষের উপকার হচ্ছে। মানুষের জন্যই তো এই প্রকল্প, আর মানুষের কাজ করতেই আমরা এসেছি জানালেন সুস্মিতা বোস মৈত্র।

About Author

Advertisement