উইজডেনের বর্ষসেরা বুমরাহ-মান্ধানা

IMG-20250422-WA0274

নয়া দিল্লি: সোনায় মোড়ানো এক বছর কাটিয়েছেন ভারতের দুই ক্রিকেটার জাসপ্রীত বুমরাহ ও নারী ব্যাটার স্মৃতি মান্ধানা। ২০২৪ সালের দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কার এবার পেয়েছেন তারা। উইজডেনের বর্ষসেরা পুরুষ ও মহিলা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন দুজনে। ‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেনের ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে এমনটিই জানানো হয়েছে। ২০২৫ সালের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন বুমরাহ। আর মেয়েদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন মান্ধানা। সাদা পোশাকের সংস্করণে অবিশ্বাস্য ছিলেন বুমরাহ। টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০ এর কম গড়ে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ভারতীয় পেসার।
সবমিলিয়ে গত বছর ১৩ টেস্টে ৭১ উইকেট পেয়েছেন তিনি। এতটাই দুর্দান্ত ছিলেন যে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত হেরে গেলেও অস্ট্রেলিয়ার ব্যাটারদের শিরদাঁড়া দিয়ে শীতল পানি নামান তিনি। ৫ টেস্টে সর্বোচ্চ ৩২ উইকেট নেন ৩১ বছর বয়সী পেসার। সর্বশেষ ভারতের টি-২০ বিশ্বকাপ জয়েও অগ্রণী ভূমিকা রেখেছেন বুমরাহ। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরাও। পরিসংখ্যানের চেয়ে তার অবদানের মাহাত্ম্য আরও ভালোভাবে পাওয়া যায় ফাইনালের বোলিংয়ে চোখ রাখলে। কেননা ভারত যখন পরাজয়ের দ্বারপ্রান্তে তখন কী দুর্দান্ত বোলিংটাই না করলেন তিনি। বলা ভালো প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মুখ থেকে শিরোপা কেড়ে নিয়েছেন তিনি। সেদিন ১৮ রানে ২ উইকেট পেয়েছিলেন বুমরাহ।

About Author

Advertisement