ইংল্যান্ড সফরের আগে বাগ্‌দান সেরে নিলেন কুলদীপ

IMG-20250605-WA0283

নয়াদিল্লি: আইপিএল শেষ হতেই ছোটবেলার বান্ধবী বংশিকার সঙ্গে বাগ্‌দান সেরে ফেললেন কুলদীপ যাদব। বুধবার লখনউয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়েরা। ছিলেন কুলদীপের কয়েক জন বন্ধুও। বাঁ স্পিনারের দীর্ঘ দিনের ভালবাসার সম্পর্ক পরিণতি পেল। কুলদীপের হবু স্ত্রী কানপুরের বাসিন্দা। বংশিকার বাবা এলআইসির কর্মী। বাগ্‌দান অনুষ্ঠান ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের মধ্যেই রাখতে চেয়েছিলেন কুলদীপ। সংবাদমাধ্যমকে এ ব্যাপারে কিছুই জানাননি তিনি। গোপন রাখতে চেয়েছিলেন বাগ্‌দানের অনুষ্ঠান। সব মিটে যাওয়ার পর সমাজমাধ্যমে সুসংবাদ দিয়েছেন কুলদীপ এবং বংশিকা। ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজ় খেলে কুলদীপ দেশে ফেরার পর হবে বিয়ে। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন কয়েক জন ক্রিকেটারও। মূলত উত্তরপ্রদেশ রঞ্জি দলের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছিলেন কুলদীপ। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিংহ। কুলদীপের বাগ্‌দানের খবর সমাজমাধ্যমে ভেসে উঠতে দ্রুত ছড়িয়ে পড়ে খবর। প্রচুর ক্রিকেটপ্রেমী নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। অভিনন্দন জানিয়েছেন অনেক ক্রিকেটারও। সদ্য সমাপ্ত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৪টি ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন ৩০ বছরের ক্রিকেটার। ওভার প্রতি খরচ করেছেন ৭.০৭ রান। তিন ধরনের ক্রিকেটেই ভারতীয় দলের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য কুলদীপ। ১৩টি টেস্ট, ১১৩টি এক দিনের ম্যাচ এবং ৪০টি টি-২০ ম্যাচ খেলেছেন দেশের হয়ে। বিশ্বের অন্যতম সেরা চায়নাম্যান বোলার হিসাবে বিবেচনা করা হয় তাঁকে।

About Author

Advertisement