ইংরেজবাজার পৌরসভা ঘেরাও

IMG-20250418-WA0217

মালদহ: সাধারণ মানুষের একাধিক সমস্যার ইস্যু নিয়ে ইংরেজবাজার পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলো বামেরা। বৃহস্পতিবার দুপুরে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বেই বামেদের জেলার নেতা-নেত্রীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। তার আগে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকা থেকে বামেদের বিশাল একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে নেতাজি সুভাষ মোড় এলাকায় অবস্থিত ইংরেজবাজার পৌরসভার অফিস চত্বরে এসে শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হোন বামেরা। যদিও এদিন বামেদের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আগে থেকেই বাঁশের ব্যারিকেড দিয়ে পুরসভার মেনগেট বন্ধ করে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন করা হয়।বামেদের অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে জঞ্জাল কর নেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের কেউ একইভাবে এই কর দিতে হচ্ছে। পাশাপাশি শহরের রাস্তায় টোটো চালকদেরও নানাভাবে পৌরসভার হয়রানির মুখে পড়তে হচ্ছে। এরকম একাধিক বিষয়ের প্রতিবাদ জানিয়েই ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বামেরা।

About Author

Advertisement