আয়কর ভবনে মহিলাদের মানসিক স্বাস্থ্যের আলোচনা

IMG-20250728-WA0073

কর্মক্ষেত্রে পিছিয়ে নেই মহিলারা। সমাজে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে কর্মক্ষেত্রে যেমন নারীরা পারদর্শী তেমন নিজ হাতে সংসার সামলাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে শারীরিক ও মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছেন নারীরা। নারীদের শারীরিক ও মানসিক সুস্থতায় কলকাতা আয়কর ভবনে রোয়ার উদ্যোগে আয়োজিত হল এক আলোচনাসভা। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের প্রিন্সিপাল চিফ কমিশনার সুরভি গর্গ বর্মা, সিসিআইটি কলকাতা এবং রোয়া প্রেসিডেন্ট নিবেদিতা বিশ্বাস। সম্পূর্ণ অনুষ্ঠানটির ত্বত্তাবধানে ছিলেন নিবেদিতা বিশ্বাস।
এছাড়াও এদিন এই বিষয়ে আলোচনা করেন চিকিৎসক নারায়ণ ব্যানার্জী। তিনি জানান, শারীরিক ভাবে সুস্থ থাকতে হলে যোগ ব্যায়াম ও পরিমিত খাদ্যাভাসের উপর নজর রাখতে হবে। বহু সময় দেখা যায় অনিয়মিত জীবন যাপনের ফলে শারীরিক ভাবে নানা রোগ বাসা বাঁধে। যদি প্রতিদিন হাঁটা হাঁটি করা যায় তবে সেই সমস্যার সমাধান হবে। তরুণ প্রজন্মের কাছে মোবাইল ব্যবহার বেড়ে গেছে যা সমস্যার কারণ। যদি গভীর রাত পর্যন্ত মোবাইল ব্যবহার কমানো যায় তবে শারীরিক ভাবেও সুস্থ থাকা যাবে। বর্তমানে আমাদের দেশে সার্ভাইক্যাল ক্যান্সারের এইচপিভি ভ্যাক্সিন চালু করা হয়েছে।

About Author

Advertisement