আমিরি কান্ড

IMG-20250712-WA0078

রিনা-কিরণ অতীত! জীবনের ‘নতুন নায়িকা’কে নিয়ে বিশেষ উপলব্ধি আমিরের। মাসখানেক আগেই জানা গিয়েছিল, বেঙ্গালুরুর এক লাস্যময়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির খান। সম্প্রতি আমির তাঁর জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন। এবার খবর, বলিউড সুপারস্টার নাকি তৃতীয়বার বিয়েটা সেরেই ফেলেছেন! আসলে এহেন গুঞ্জনের সূত্রপাত আমির খানের এক মন্তব্যকে ঘিরেই।

About Author

Advertisement