আবার চুরি শিলিগুড়িতে

IMG-20250907-WA0082

শিলিগুড়ি: শিলিগুড়ি খালপাড়ার একটি কাপড়ের দোকানে লক্ষধিক টাকার কাপড় চুরি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। আজকে সকালে দোকানের মালিক দোকান খুলে দেখেন দোকানের অনেক অংশ খালি হয়ে আছে। তিনি দেখেন দোকান থেকে শাড়ি নেই, তিনি সঙ্গে সঙ্গে খবর দান তার বাড়ির লোকেদের। এবং তার অফিস এর স্টাফ দের। তারা এসে গোটা ঘটনাটি বুজতে পারেন। সঙ্গে সঙ্গে পুলিশ কে খবর দেওয়া হয়, পুলিশ এসে তদন্ত শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। কিভাবে চুরি হয়ে গেল সেটাও ভেবে অবাক সকলে। একের পর এক চুরি একেবারে অস্বস্তি তে ফেলেছে শিলিগুড়ি পুরসভাকে। তদন্ত করেও সমাধান করতে না পাড়ায় পুলিশ এর সমালোচনা করছেন স্থানীয় মানুষ।

About Author

Advertisement