আবগারি বিভাগের অভিযানে ৩৬ লিটার ভুটানি মদ সহ গ্রেফতার যুবক

pakrau

কামাখ্যাগুড়ি: কুমারগ্রামের মধ্য হলদিবাড়িতে অভিযান চালিয়ে ৩৬ লিটার ভুটানি মদ সহ এক যুবককে গ্রেফতার করল আবগারি বিভাগ। জানা গিয়েছে, ধৃতের নাম কুষাণ সিং বড়ুয়া। সে মধ্য হলদিবাড়ি গ্রামেরই বাসিন্দা। এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে আবগারি বিভাগ মধ্য হলদিবাড়িতে অভিযান চালায়। ওই অভিযানে ৩৬ লিটার ভুটানি মদ সহ কুষাণকে গ্রেফতার করেন আবগারি বিভাগের কর্মীরা। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে আবগারি বিভাগ। তাকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে। মধ্য হলদিবাড়ি ছাড়াও এদিন কুমারগ্রামের বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেল।

About Author

Advertisement