আজ রাতের আকাশে ‘ব্লাড মুন’

distant-trees-are-silhouetted-against-the-backdrop-of-the-red-moon-creating-a-hauntingly-beautiful-scene-photo

আজ রাতের আকাশে দেখা যাবে ব্লাড মুন। ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সাগ্রহে অপেক্ষা করছেন অন্যতম এই মহাজাগতিক ঘটনা দেখার জন্য। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, এদিন হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সরাসরি সূর্য ও পূর্ণিমার চাঁদের মাঝখানে চলে এলে পৃথিবীর গাঢ় ছায়া বা আম্ব্রায় প্রবেশ করে চাঁদ।তবে চাঁদ সেই অন্ধকারে হারিয়ে যায় না, বরং পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো প্রতিসারিত হয়ে চাঁদের গায়ে লালচে এক আভা তৈরি করে। এমন ঘটনা দেখা যায় সূর্যাস্তের সময়ও। সেই কারণে আকাশ লাল দেখায়।এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৯টা ৫৭ মিনিট থেকে। পূর্ণগ্রাস অর্থাত গ্রহণের পূর্ণতা পর্ব রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২৩ মিনিট পর্যন্ত। এরপর গ্রহণের সমাপ্তি ঘটবে রাত ১টা ২৭ মিনিটে।পূর্ণগ্রাসের মোট সময়কাল। ১ ঘন্টা ২৩ মিনিট। এই ১ ঘণ্টা ২৩ মিনিট ধরে চাঁদের রূপালী আলো বদলে গিয়ে লালচে আভায় আলোকিত হবে রাতের আকাশ। আবহাওয়া পরিষ্কার থাকলে ভারতের প্রায় সব প্রান্ত থেকেই এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। শহরের কোলাহল ও আলো থেকে দূরে, অন্ধকার কোনো স্থানে বসে এই অভিজ্ঞতা সবচেয়ে ভালোভাবে উপভোগ করা সম্ভব। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, চন্দ্রগ্রহণ উপভোগ করতে টেলিস্কোপ বা বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খালি চোখেই এটি দেখা যাবে। তবে দূরবীন ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠের সূক্ষ্ম পরিবর্তন এবং লালচে আভা আরও পরিষ্কারভাবে ধরা পড়বে।

About Author

Advertisement