নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ভারত–ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের ঘোষণা করে জানান, এই চুক্তি বৈশ্বিক জিডিপির প্রায় ২৫ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশকে অন্তর্ভুক্ত করে।
‘ইন্ডিয়ান এনার্জি উইক’-এ অনলাইনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন–ভারত বাণিজ্য চুক্তির জন্য সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, “আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানাতে চাই। গতকাল ভারত ও ইউরোপের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর হয়েছে।”
প্রধানমন্ত্রী মোদি বলেন, মানুষ এই ভারত–ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তিকে “মাদার অফ অল ডিলস” (সবচেয়ে বড় চুক্তি) বলে অভিহিত করছে। এই চুক্তির ফলে ১৪০ কোটি ভারতীয় নাগরিকের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের জন্যও বহু নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, এটি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে সহযোগিতার এক উৎকৃষ্ট উদাহরণ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ, ব্রিটেন এবং ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (ইএফটিএ)-এর সঙ্গে সম্পাদিত চুক্তিগুলোর পরিপূরক হবে, যার ফলে বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী হবে।
সেবা খাতে মিলবে লাভ:
প্রধানমন্ত্রী বস্ত্র, রত্ন ও গয়না, চামড়া, ফুটওয়্যারসহ বিভিন্ন খাতের সঙ্গে যুক্ত যুবসমাজ ও সব অংশীদারকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই চুক্তি ভারতের উৎপাদন খাতে গতি আনবে এবং সেবা খাতেরও সম্প্রসারণ ঘটাবে। তিনি বলেন, “এই মুক্ত বাণিজ্য চুক্তি বিশ্বজুড়ে ব্যবসা ও বিনিয়োগকারীদের ভারতের প্রতি আস্থা আরও দৃঢ় করবে।”
ভারত–ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য:
ভারত–ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের মূল ভিত্তি হলো দ্বিপাক্ষিক বাণিজ্য। ২০২৪–২৫ অর্থবছরে মোট বাণিজ্যের পরিমাণ ১৯০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হয়েছে।
ভারত ইউরোপীয় ইউনিয়নে ৭৫.৯ বিলিয়ন ডলারের পণ্য এবং ৩০ বিলিয়ন ডলারের পরিষেবা রপ্তানি করেছে, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ভারতকে ৬০.৭ বিলিয়ন ডলারের পণ্য ও ২৩ বিলিয়ন ডলারের পরিষেবা রপ্তানি করেছে।










