সাংসদ বিস্টের কেন্দ্রীয় সড়কমন্ত্রী নিতিন গডকরিকে পত্রপ্রেরণ

IMG-20250904-WA0114

সিলিগুড়ি: দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্ট আজ কেন্দ্রীয় সড়ক, পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরিকে চিঠি লিখে সিলিগুড়ির বালাসন–সেভোক এলিভেটেড হাইওয়ে করিডরের অধীনে নির্মাণাধীন উড়ালপুলগুলোর নিচে থাকা খালি জায়গাকে পার্কিংয়ের জন্য ব্যবহারের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
ভারতের দ্রুত বর্ধনশীল নগরকেন্দ্রগুলোর মধ্যে সিলিগুড়িও একটি গুরুত্বপূর্ণ শহর। তবে দ্রুত সম্প্রসারণের ফলে এখানে পার্কিংয়ের জন্য জায়গার তীব্র সংকট দেখা দিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে নির্মিত বৃহৎ উড়ালপুল প্রকল্প সিলিগুড়িস্থ বালাসন–সেভোক এলিভেটেড হাইওয়ে করিডর শেষ পর্যায়ে পৌঁছেছে বলে বিস্ট সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন।
তার মতে, গুবাহাটিতে উড়ালপুলের নিচের এলাকাগুলোকে সুশৃঙ্খল পার্কিং সুবিধায় রূপান্তর করা হয়েছে। সিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায়ও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হলে কেবল পার্কিং সংকটই কমবে না, স্থানীয় নগর সংস্থাগুলোর জন্য অতিরিক্ত রাজস্বেরও ব্যবস্থা হবে।
তিনি আরও মত প্রকাশ করেন যে বর্তমানে অব্যবহৃত পড়ে থাকা এসব খালি জায়গার পরিকল্পিত ব্যবহার সিলিগুড়ির ক্রমবর্ধমান পার্কিং সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শেষে, সাংসদ বিস্ট আশা প্রকাশ করেন যে বর্ধমান রোড উড়ালপুলের নিচে থাকা খালি জায়গার যথাযথ ব্যবহারের জন্য সিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এবং মেয়র প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

About Author

Advertisement