নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

IMG-20250421-WA0266

দিনহাটা: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। শনিবার রাতে দিনহাটা এক ব্লকের ভেটাগুড়ি এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম আমিনুল হোসেন। তার বাড়ি দিনহাটা এক ব্লকের পুটিমারি এক গ্রাম পঞ্চায়েত এলাকায়। তার কাছ থেকে বিপুল পরিমাণই আবার ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে ভেটাগুড়ি এলাকা থেকে সন্দেহজনক ভাবে আটক করা হয়। তার কাছ থেকে ১৩০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। রবিবার তাকে আদালতে তোলা হয়েছে। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ ইয়াবা ট্যাবলেট পাচারের সাথে যুক্ত। দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ভেটাগুড়ি এলাকা থেকে পুটিমারি গ্রামের এক ব্যক্তিকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। অবৈধ নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযানে নেমে এদিন রাতে ওই ব্যক্তিকে ৬২ গ্রাম ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার অজুর পাশাপাশি অবৈধ নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে।

About Author

Advertisement