সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতার প্রচার

IMG-20251201-WA0060

দিনহাটা: দুর্ঘটনা মুক্ত রাজ্য গড়ে তুলতে মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে মানুষকে সচেতন করতে দিনহাটায় পুলিশের পক্ষ থেকে সচেতনতা প্রচার করা হল। শনিবার দিনহাটা থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের টিভিএস মোডে থেকে এই সচেতনতার রেলির সূচনা করেন ট্রাফিক ওসি মহাদেব শীল। উপস্থিত ছিলেনদঅন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন থানা থেকে এই সচেতনতা রেলি শুরু হয়েছে। যত্রতত্র দুর্ঘটনা রোধ করতে এবং বাইক চালকদের নানা ভাবে সচেতন করতে সচেতনতা এই রেলি বিভিন্ন এলাকায় পরিক্রমা করে। দিনহাটা থানার ট্রাফিক পুলিশের আধিকারিক মহাদেব শীল জানিয়েছেন, কোচবিহার জেলা পুলিশ প্রশাসনের নির্দেশে এ দিন দিনহাটা থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা রেলি বের হয়।

About Author

Advertisement