কুমারগ্রামের ৩ চা-বাগানে তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের গেট মিটিং 

IMG-20251127-WA0068

কামাখ্যাগুড়ি:  কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস, কুমারগ্রাম ও সংকোশ চা-বাগানে তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গেট মিটিং করা হল। নিউল্যান্ডস ও কুমারগ্রাম চা-বাগানের গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক। অন্যদিকে, সংকোশ চা-বাগানের গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি’র আলিপুরদুয়ার জেলা সভাপতি বিনোদ মিঞ্জ। চা সুন্দরী প্রকল্পের জন্য ওই তিন বাগান কর্তৃপক্ষ জমির এনওসি দিচ্ছে না বলে অভিযোগ তুলেছে তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন। অবিলম্বে সেই এনওসি দেওয়ার দাবি জানানো হয় গেট মিটিং গুলি থেকে। এছাড়াও চা-বাগান গুলিতে সাব-স্টাফ নিয়োগ, বাগানের শ্রমিকদের বেহাল ঘর মেরামত, শ্রমিকদের ত্রিপল ও ছাতা প্রদানের মতো নানা দাবি জানানো হয়েছে।

About Author

Advertisement