নববারাকপুর: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৮ তম জন্মদিন উপলক্ষে শুক্রবার দুপুরে তাঁর মঙ্গল কামনায় নববারাকপুর শহরে ঐতিহ্যবাহী সুপ্রাচীন প্রথম প্রতিষ্ঠিত সার্বজনীন কালীবাড়ি কালীমন্দিরে পুজো দিলেন তাঁর শুভানুধ্যায়ীরা। নববারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও পুরপিতা সুমন দের তত্ত্বাবধানে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এদিন বেলা ১২ টায় মন্দিরে উপস্থিত হয়ে বিশেষ পূজার্চনা করেন এবং মন্দিরে উপস্থিত সকল ভক্তদের সাথে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অভিষেকের জন্মদিন উদযাপন করেন।










