কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম থানার বারবিশা পুলিশ ফাঁড়ির ওসি পদে দায়িত্বভার গ্রহণ করলেন সাব-ইন্সপেক্টর জগৎজ্যোতি রায়। তৃণমূল কংগ্রেসের ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চল কমিটির তরফে বৃহস্পতিবার রাতে নতুন ওসিকে সংবর্ধনা জানানো হল। উল্লেখ্য, জগৎজ্যোতি রায় ফালাকাটা থানার জটেশ্বর পুলিশ ফাঁড়ির ওসি ছিলেন। তাঁকে বারবিশা পুলিশ ফাঁড়ির ওসি পদে বদলি করা হয়। অন্যদিকে, বারবিশা পুলিশ ফাঁড়ির ওসি সাব-ইন্সপেক্টর সুব্রত সরকারকে মাদারিহাট থানায় ওসি পদে বদলি করা হয়েছে। বারবিশা পুলিশ ফাঁড়ির নতুন ওসি জগৎজ্যোতি রায়কে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জানান তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চল সভাপতি কৌশিক দাস, ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজীব তির্কি সহ অন্যরা। কৌশিক দাস বলেন, ‘বারবিশা ফাঁড়ির নতুন ওসি দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা উনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সংবর্ধনা জানালাম।’










