বন্দে মাতরম’ সঙ্গীতের ১৫০ বছর পূর্তিতে কুমারগ্রামের বিভিন্ন মণ্ডলে বিজেপির শোভাযাত্রা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে মাতরম’ সঙ্গীতের ১৫০ বছর পূর্তিতে শুক্রবার কুমারগ্রাম ব্লকের বিভিন্ন মণ্ডলে বিজেপির তরফে শোভাযাত্রা করা হল। শোভাযাত্রা গুলিতে জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটতে দেখা যায় বিজেপির নেতা-কর্মীদের। এদিন কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে বিজেপির কুমারগ্রাম-৩ নম্বর মণ্ডলের তরফে শোভাযাত্রা বের করা হয়। উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ, মণ্ডল সভাপতি সঞ্জীব রায় সহ অন্যরা। কুমারগ্রামে দলের কুমারগ্রাম-২ নম্বর মণ্ডলের তরফে শোভাযাত্রা করা হয়। উপস্থিত ছিলেন দলের মণ্ডল সভাপতি নলিত দাস সহ অন্যরা। খোয়ারডাঙায় দলের কুমারগ্রাম-৬ নম্বর মণ্ডলের তরফে শোভাযাত্রা করা হয়েছে। ছিলেন দলের আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক বাবুলাল সাহা, মণ্ডল সভাপতি অনন্ত বিশ্বাস সহ অন্যরা। ছবি: কামাখ্যাগুড়িতে বিজেপির শোভাযাত্রাতে বিধায়ক মনোজকুমার ওরাওঁ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement