ব্যারাকপুর: এস আই আর আতঙ্কে রাজ্যে একাধিক মৃত্যু ও জাস্টিস ফর প্রদীপ করে দাবিতে সোচ্চার হয়ে নিয়ে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার দুপুরে রাজ্যের মন্ত্রী স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল শুরু হয় বিশরপাড়া বাঁকড়া মোড় থেকে মিছিল শেষ হয় বিরাটী বনিক মোড়ে। মিছিলে ছিলেন মন্ত্রী ছাড়াও সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ, নববারাকপুর ও উত্তর দমদম পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, বিধান বিশ্বাস সহ নববারাকপুর, উত্তর দমদম ও বিশরপাড়া এলাকার বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি, পুর পারিষদ সদস্য ও তৃণমূল নেতৃত্ব। এসআইআর নিয়ে প্রতিবাদের ঝড় গর্জে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রতিবাদ সভার শেষে বনিক মোড়ে প্রতিবাদী সভায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সাংসদ পার্থ ভৌমিক বলেছেন প্রতিটি বিধানসভা ভিত্তিক জাস্টিস ফর প্রদীপ কর সামনে রেখে একটা প্রতিবাদ মিছিল করতে ।সেই নির্দেশে সারা বাংলায় একটাই স্বর জাস্টিস ফর প্রদীপ কর। বৈধ ভোটাধিকার রক্ষার্থে প্রায় ৩কিমি পথ বিরাট মহামিছিলে হল।পুর এলাকায় একটাও বৈধ ভোটার কে অবৈধ হতে দেব না এই শপথে তৃণমূল কংগ্রেস অঙ্গীকারবদ্ধ। মানুষকে বিভ্রান্ত চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বাংলায়। চক্রান্ত কিছুতেই সফল হবে না এই বাংলার মাটিতে। একটাও বৈধ ভোটার কে অবৈধ হতে দেব না। মানুষকে ভয় দেখাচ্ছে। দৌড়াদৌড়ি করাচ্ছে ।আতঙ্কে ভুগছে মানুষ।এর দায় কে নেবে। নির্বাচন কমিশনকে নিতে হবে। বাংলার মানুষ কে বোঝাতে হবে। কিছু বিজেপি বলছে এত নাম কেটে যাবে। প্রশ্ন কি করে বলছে। নির্বাচন কমিশনার এর সাথে আতাত রয়েছে। প্রশ্ন উঠছে। বৈধ ভোটার কে অবৈধ হতে দেব না। কেউ যেন ভয় না পায় আতঙ্কিত না হন সেই কথা ভোটারদের বারবার বোঝাতে হবে। লড়বে না শুধু মাত্র কেন্দ্রে ক্ষমতায় আছে বলে যা কিছু করতে পারে। লড়ে যে রাস্তায় হাঁটবে ওরা সেই রাস্তায় হাটছে না। এটা দিয়ে বেশি দিন চলবে না। আসল ক্ষমতা যে মানুষের। বিজেপি মানুষের ভোটে নয় বাইরে থেকে ক্ষমতা ব্যবহার করে শাসন ক্ষমতা দখল করতে চাইছে।










