এসআইআর’এর বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হল: রাজু দাস

শিলিগুড়ি: আমাদের এবারে লড়াই এ নামতে হবে জানালেন যুব তৃণমূল এর অন্যতম প্রধান রাজু দাস। আজকে আমাদের কাছে কাছে অন্য কোনো উপায় নেই কারন বিজেপি বাংলার মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করবে। বিজেপি এইভাবে ভোটে জিতবে যদি ভেবে থাকে তবে তারা ভুল চিন্তা করছে, বাংলার মানুষ বুঝতে পেরে গেছে কি করতে চাইছে বিজেপি। এই আতঙ্ক এখন মানুষের মনে মনে ঢুকে গেছে। আমরা আজকের থেকে লড়াই শুরু করলাম দেখি বিজেপি বাংলার মানুষের কি ক্ষতি করতে পারে। এই কাজ কিভাবে এক মাসে শেষ হবে? কোনোদিন সম্ভব? মানুষের এমনিতেই চিন্তা? এর উপরে এই এস আই আর মানুষের কাছে বিভিসিকা হয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি নিজে ব্যাক্তিগত ভাবে মনে করি মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে কোনো লাভ হয় না, বুঝতে পারলে ভালো, সেটাই করা উচিত। আমাদের লক্ষ মানুষের কাছে শান্তির বাণী পৌঁছে দেওয়া। আর বিজেপি ঠিক উল্টো কাজ করছে। বিজেপি নিজেরাই নিজেদের শেষ করবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement