রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে যে, ০৩৪০৩ ভাগলপুর – এসএমভিবি বেঙ্গালুরু একমুখী অসংরক্ষিত স্পেশাল (যাত্রা শুরু হবে ৭ নভেম্বর থেকে) এসএমভিবি বেঙ্গালুরু-এর পরিবর্তে যশবন্তপুর পর্যন্ত চলবে।০৩৪০৩ ভাগলপুর – যশবন্তপুর একমুখী অসংরক্ষিত স্পেশাল ট্রেনটি ০৭ নভেম্বর ভাগলপুর থেকে রাত ১০-৩০ মিনিটে ছেড়ে তৃতীয় দিনে রাত ১১-৫০ মিনিটে যশবন্তপুরে পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের অন্তর্গত সুলতানগঞ্জ, জামালপুর, ধরহরা এবং আভাইপুর স্টেশনে থামবে।










