প্রতিটি রাস্তায় গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে থাকে দুই চাকার বাইক। শিলিগুড়ি বিধান মার্কেটের একটি ব্যাংকের সামনে রোজ দাঁড়িয়ে থাকে দুই চাকার বাইক। যেটা নিয়ে প্রচন্ড সমস্যায় পড়ে যান গ্রাহকেরা। মনে মনে অসন্তোষ প্রকাশ করলেও কিছুই করার নেই। সব থেকে বেশি সমস্যায় পড়ে যান বয়স্ক মানুষেরা এবং শুরুতে পেনশন তুলতে আসা বৃদ্ধ এবং বৃদ্ধারা। তারাও জানিয়েছেন এত সামান্য জায়গার মধ্যে গাড়ি থাকে প্রচন্ড অসুবিধা হয় ঢুকতে। কিন্তু কার গাড়ি কি জন্য দাঁড়িয়ে আছে জানেনা কেউ। ওয়ার্ড কাউন্সিলর কে জানানো হলেও তিনিও জানিয়েছেন কি করবো বুঝতে পারিনা? বুঝতে পারছি মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু কার গাড়ি তার পরিচয় কি না জেনে কিভাবে কি করব? তাই সমস্যা থেকেই গেল।











