মালদার নতুন জেলাশাসক প্রীতি গোয়েল

IMG-20251027-WA0101

মালদা: মালদার নতুন জেলাশাসকের দায়িত্বে আসছেন প্রীতি গোয়েল। বর্তমানে তিনি দার্জিলিং জেলার জেলাশাসকের দায়িত্বে রয়েছেন। মালদার বর্তমান জেলাশাসক নিতীন সিংহানিয়া পাশের জেলা মুর্শিদাবাদে জেলাশাসকের দায়িত্ব পাচ্ছেন। প্রশাসনিক ভবন সূত্রে খবর, দু’দিনের মধ্যেই মালদার দায়িত্ব নিতে পারেন মালদার নতুন জেলাশাসক।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement