মুম্বই: দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফটে শুটিং করা নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল বেশ কিছুদিন আগেই বিনোদুনিয়া। বহু অভিনেত্রীই এই নিয়ে নায়িকার সপক্ষে কথা বলেছেন। শুধু তাই নয় বহু অভিনেতাও সমর্থন জানিয়েছেন দীপিকার এই শর্তকে। এবার দীপিকার আট ঘণ্টার শিফটে কাজ করা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমি এই বিষয়ে খুব বেশি কিছু প্রথমে জানতাম না। আমি এই বিষয় সম্পর্কে অবগত হয়েছি। আমার মনে হয় যার যেটায় সুবিধা হয় সেভাবেই কাজ করা উচিত, এবং সেটা সকলের জন্যই হওয়া উচিত। যাতে আপনি ক্লান্ত না হয়ে সঠিকভাবে আপনার কাজটা করে যেতে পারেন। এতে আপনার কাজের মান বজায় থাকবে। এই নিয়ম সকলের জন্য কার্যকর হওয়া উচিত।” উল্লেখ্য, সাম্প্রতিককালে এক সাক্ষাৎকারে দীপিকা দাবি করেছিলেন, “ইন্ডাস্ট্রির বহু অভিনেতা রয়েছেন যারা আট ঘণ্টার বেশি নিয়ম করে শুটিং করেন না। এমনকী সপ্তাহের রবিবারগুলোতেও তাঁরা শুটিংয়ে আসেন না। কিন্তু এগুলো প্রকাশ্যে আসে না চর্চাও হয় না। ইন্ডাস্ট্রিতে এই বিষয়টাই আমাদের এখনও পিছিয়ে রেখেছে যা একেবারেই হওয়া উচিত নয়।” মেয়ে দুয়া কোলে আসার পর মাতৃত্বকেই প্রাধান্য দিয়েছেন দীপিকা। মাতৃত্ব ও পেশা দুইয়ের মধ্যেই ব্যালান্স বজায় রাখতেই নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন তিনি। এর মাঝেই দীপিকা হয়ে উঠেছেন মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর। এদেশের পাশাপাশি আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবেন নায়িকার কণ্ঠস্বর। অন্যদিকে অ্যাটলির ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে দীপিকাকে। এছাড়াও শাহরুখে সঙ্গে ‘কিং’ ছবিতেও অভিনয় করছেন রণবীরঘরনি।










