হুগলির নৈহাটির বড় মাকে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি জানালেন আমার অনেক দিনের ইচ্ছে ছিল বড়মার কাছে এসে বড়মার পূজা দিয়ে বড়মার আশীর্বাদ নেওয়া, আজকে সেটা পূর্ন হল, আমি খুশি আমার আজকে মনের আশা পূর্ন হল। বড়মার কাছে প্রার্থনা করলাম বড়মার আশীর্বাদ এ আমরা সবাই যেন ভালো থাকি, এদিন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে অভিষেক বন্দোপাধ্যায় বড়মার পূজা দেন। অভিষেক বন্দোপাধ্যায় আগের থেকেই বলে দিয়েছিলেন তার জন্য যেন কোনোভাবেই ভক্তদের কোন অসুবিধা না হয়।
 
								



 
								

 
															 
                     
								 
								 
															 
								 
								




