রাহুল গান্ধীর হাতে ইমারতি, দিল্লির ঘণ্টেওয়ালায় মিষ্টি ছোঁয়ায় দীপাবলি আনন্দ

IMG-20251022-WA0097

দীপাবলির উৎসবে এবার এক অন্যরকম চমক দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লির ঐতিহ্যবাহী ঘণ্টেওয়ালা মিষ্টির দোকানে গিয়ে নিজ হাতে তৈরি করলেন জনপ্রিয় মিষ্টি ‘ইমারতি’। তাঁর এই মিষ্টি মুহূর্তে উচ্ছ্বাসে ভরে ওঠে দোকান ও আশপাশের এলাকা।
দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ ঘণ্টেওয়ালা মিষ্টির দোকান দিল্লির অন্যতম পরিচিত প্রতিষ্ঠান। সেই দোকানেই রাহুল গান্ধীর হঠাৎ আগমন ঘিরে তৈরি হয় উত্তেজনা। হাসিমুখে কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি, তারপর নিজেই হাতে নেন লাডচি ও কড়াই। কিছুক্ষণ পরেই কড়াই থেকে ভেসে আসে সদ্য ভাজা ইমারতির মিষ্টি গন্ধ।
দর্শকদের অনেকেই মোবাইলে বন্দি করেন এই মুহূর্ত। কেউ বলেন, “রাজনীতির বাইরে এমন হাসিখুশি রাহুলজি-কে দেখা সত্যিই আনন্দের।”
রাহুল গান্ধীর এই উদ্যোগ শুধু উৎসবের আনন্দই নয়, সঙ্গে এনেছে এক টুকরো নস্টালজিয়া, পুরনো দিল্লির ঐতিহ্য, মানুষের সঙ্গে মিষ্টি সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে তাঁর এই মুহূর্ত।
দীপাবলির আগে রাহুলের এই মানবিক ও আনন্দময় দিক সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে পড়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement