স্টেশন এ জন্ম কন্যা সন্তান এর চাঞ্চল্য শিলিগুড়িতে

IMG-20251022-WA0100

শিলিগুড়ি জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এক মহিলা কন্যা সন্তানের জন্ম দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেশনে। পরে জিআরপি-র তৎপরতায় মা ও নবজাতককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনেই বর্তমানে সুস্থ আছেন বলে জানা গিয়েছে। ওই মহিলা কোথাকার বাসিন্দা বা উনি কিভাবে এইখানে এসে পৌছালেন সেটা জানা না গেলেও মহিলার সাথে ছিল এক ১৪ বছরের কিশোরী তার কথা অনুযায়ী তাদের বাড়ি বানারহাট এ। এই সন্তান এর বাবা কে উপস্থিত যাত্রীরা জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দেন নি ওই মহিলা। স্টেশন এ উপস্থিত যাত্রীরা সবাই মিলে সাহায্য করেন ওই মহিলাকে। আপাতত থিক আছেন ওই মহিলা, তাকে বাড়ি পাঠিয়ে দেবার ব্যবস্থা করছে রেল পুলিশ। কিন্তু কিভাবে ওই মহিলা এই অবস্থায় শিলিগুড়ি জংশনে পৌছালেন এটা নিয়েও ধন্ধে আছে রেল পুলিশ। না কেউ তাকে রেখে গেছেন সেটাও জানতে চেষ্টা করা হচ্ছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement