বাবা আমির খান ও মা রিনা দত্তের বিচ্ছেদ প্রভাব ফেলেছিল মেয়ে আইরা খানের উপর। অবসাদে ভুগতে শুরু করেছিলেন। যদিও স্বামী নূপুর জীবনে আসার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। গত আট বছর ধরে তিনি ওষুধ খাচ্ছেন, চলছে চিকিৎসা। সম্প্রতি আইরা জানান, তিনি থেরাপির শেষ সেশন সেরেছেন। আত্মতৃপ্তির সুরে বলেন, “অবসাদের সঙ্গে লড়াইয়ের পরীক্ষায় পাশ করেছি।’’ বহু বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছেন আইরা। নিজের ভিতরের অস্থিরতার কথা সব সময় খোলাখুলিই আলোচনা করেছেন তিনি। এ বার তিনি জানান, নিয়মিত চিকিৎসা আপাতত শেষ মানেই এমন নয় যে তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন। এখনও ওষুধ খেয়ে যেতে হবে তাঁকে। আইরা বলেন, ‘‘আমাকে আর কোনও থেরাপি নিতে হবে না। কারণ, আমার চিকিৎসক আমাকে নিয়ে আত্মবিশ্বাসী। আমি নিজেই নিজের বাকি জীবনটা চালনা করতে পারব। অন্যদের যত্ন নিতে পারব। শুধু তা-ই নয়, আমি সুস্থ ভাবে, আনন্দ করে বাকি জীবনটা কাটাতে পারব বলেই জানিয়েছেন তিনি। ভবিষ্যতে একই ধরনের সমস্যা হলে সামলে নিতে পারব।
 
								



 
								

 
															 
                     
								 
								 
															 
								 
								




