আবার ট্রয় ট্রেন শিলিগুড়ি থেকে দার্জিলিং এর পথে

IMG-20251013-WA0120

শিলিগুড়ি:  ফের এনজেপি থেকে দার্জিলিংয়ের পথে ছুটল হেরিটেজ টয় ট্রেন। গত শনিবার পাহাড়ে ধসের কারণে এই ক’দিন পরিষেবা বন্ধ রেখেছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। শুক্রবার থেকে ফের পাহাড়ের পথে গড়াল ট্রয় ট্রেনের চাকা। তবে টয় ট্রেনের দার্জিলিংয়ে জয় রাইডে এর প্রভাব এই ক’দিন পড়েনি। শুক্রবার সকালে টয় ট্রেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। একইভাবে সন্ধ্যায় দার্জিলিং থেকে এনজেপিতে আসে টয় ট্রেন। ধস সরিয়ে ফের লাইন মেরামত করা করা হয়েছে। সাধারণত অক্টোবর  এর পর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত  পর্যটকদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়  হোটেল এবং লজ ব্যবসায়ীদের। তার অন্যতম কারণ হলো এই টয় ট্রেন, তাই এবার শিলিগুড়ি থেকেই  টয় ট্রেন দার্জিলিং যাচ্ছে। সবচাইতে বড় কথা  প্রচন্ড আধুনিকভাবে সুসজ্জিত হচ্ছে এই টয় ট্রেন। অনেকটা ইউরোপিয়ান স্টাইলে। পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন  টয়ট্রেন কে যদি নতুন ধাঁচে  সাজিয়ে তুলতে পারা যায়, তবে পর্যটকদের আগ্রহ আরও বেড়ে যাবে। বিশেষ করে ইউরোপিয়ান পর্যটকদের কাছে টয় ট্রেনের জনপ্রিয়তা আকাশছোঁয়া। জার্মানি এবং স্পেন এই তিনটি দেশের নাগরিকরা  টয় ট্রেন চড়তে ভালোবাসেন। কাজেই টয় ট্রেনের মধ্যে থাকবে কফি, চলবে মিউজিক সিস্টেম  চলবে সিনেমা  পর্যটকদের পছন্দমত। আপাতত এই ভাবেই সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে টয় ট্রেনকে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement