মুম্বাই: প্রথম দু’ম্যাচে জয়ের পরে টানা দু’ম্যাচে হার ভারতের মহিলাদের। এটাই চুম্বকে মহিলাদের বিশ্বকাপে ভারতের রিপোর্ট কার্ড। রবিবার ৩৩০ রান করেও ভারত হার মানল অস্ট্রেলিয়ার কাছে। বলা ভাল ভারত হেরে গেল অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলির কাছে।ভারতের রান তাড়া করতে নেমে ১০৭ বলে দুর্দান্ত ১৪২ রানের ইনিংস খেলেন হিলি। ২১টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। এলিসে পেরিও অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা অবলম্বন করেন। তিনি অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান। ৩৩০ রানের পুঁজি হাতে নিয়েও ভারতীয় বোলাররা ম্যাচটা বের করতে পারলেন না। অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় নক আউট পর্বে পৌঁছনোর সমীকরণ কঠিন করে ফেলল ভারত।ভারত ম্যাচ হারার পরে অধিনায়ক হরমনপ্রীত কৌরের তীব্র সমালোচনা করেছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা কটাক্ষ করেছেন হরমনপ্রীতের। মহিলাদের বিশ্বকাপে পাঁচটি ইনিংসে মাত্র ৭১ রান করেছেন ভারত অধিনায়ক। তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন ভক্তরা। অনেকে আবার নেতৃত্বে পালাবদলের পক্ষে। স্মৃতি মান্ধানার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিতে বলছেন ভক্তরা।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মান্ধানা দুর্দান্ত ব্যাটিংকরেন। তিনি ও প্রতীক্ষা ওপেন করতে নেমে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আরও তিরিশ রান ভারত করতে পারলে অজিদের কাজটা আরও কঠিন হত। যাই হোক এদিকে অনেকেই জুনিয়র সতীর্থদের বকাঝকা করার অভিযোগ আনা হয় হরমনপ্রীতের বিরুদ্ধে। হরলীন দেওল রান নিতে অস্বীকার করায় হরমনপ্রীত তাঁকে বকাঝকা শুরু করেন। ভারতের বোলিং স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠেছে। জিততে শুরু করলে বোঝা যায় না দলের সমস্যা কোন জায়গায়। কিন্তু হারতে শুরু করলেই বেরিয়ে পড়ে দলের কঙ্কাল। মহিলাদের বিশ্বকাপে টানা দুটো ম্যাচে ভারতের মহিলা দল হারার পরে ভারতীয় দলের রক্তাল্পতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ক্রান্তি গৌড়, স্নেহ রানা ও দীপ্তি শর্মা অজিদের রান তোলার গতি আটকে রাখতে পারেননি। অস্ট্রেলিয়ার ব্যাটাররা খুব সহজেই ভারতের ৩৩০ রান অতিক্রম করে যায়। রেণুকা ঠাকুর ও রাধা যাদবের অনুপস্থিতিতে ভারতের বোলিং আক্রমণকে একমুখী বলে মনে হচ্ছিল। পাটা উইকেটে ভারতের বোলাররা ফায়দা তুলতে পারেননি। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে জেতার পরে দক্ষিণ আফ্রিকার কাছে হার মানতে হয়েছে ভারতের মহিলা দলকে। প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে বোলিং ব্যর্থতাতেই ভারতকে হার মানতে হয়েছিল। রবি সন্ধ্যাতেও তাই হয়। অজিদের বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা। এক বছরে এক হাজার রান। দ্রুততম হিসেবে পাঁচ হাজার রান ও কনিষ্ঠতম হিসেবে পাঁচ হাজার রান করেন ভারতের ওপেনার স্মৃতি। মহিলাদের বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে উদ্বোধন করা হল মিতালি রাজ স্ট্যান্ডের। তবুও শেষ হাসি তোলা থাকল না ভারতের জন্য।