শিলিগুড়িতে বন্যার্তদের জন্য খাবার বিতরণ করল তৃণমূল

IMG-20251010-WA0103

শিলিগুড়ি: শিলিগুড়ি টাউন টু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে  বন্যার্তদের জন্য  খাবার বিতরণ করা হলো আজকে। বিভিন্ন এলাকা জুড়ে খাবার বিতরণ করা হলো। টাউন টু যুব কংগ্রেসের   সকল সদস্য এবং সমর্থকরা  একত্রে যুক্ত হয়ে  খাবার বিতরণ করেন। টাউন টু এর তরফ থেকে  মহিলা যুব নেতৃত্ব  বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে  খাবার বিচরণ করে। এদিন জানা গেছে  দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস  এর তরফ থেকে  বন্যা দুর্গতদের উদ্দেশ্যে  বিভিন্ন এলাকা জুড়ে খাবার বিতরণ করা হয়। টাউন টু মহিলা  এবং টাউন টু পুরো যুব কংগ্রেসের তরফ থেকে  খাবার বিতরণ করা হয়  ময়নাগুড়ি ধুপগুড়ি এবং অন্যান্য এলাকা জুড়ে। খিচুড়ি, তরকারি এবং  লাবরা বিতরণ করা হলো। টাউন টু যুবক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। জানা গেছে  কলকাতা থেকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই খাবার বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  নির্দেশ দিয়েছেন  যেন বন্যা দুর্গতদের  কোনভাবেই কোন অসুবিধা না হয়। সেই নির্দেশ পালন করা হলো  টাউন টু যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement