শুনানি চলাকালীন নজিরবিহীন কাণ্ড ঘটল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারার চেষ্টা করলেন এক ব্যক্তি। এই ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সুপ্রিম কোর্টে। হতবাক বনে যান সুপ্রিম কোর্টের বিচারপতি এবং আইনজীবীরা। জানা গিয়েছে, এদিন একটি মামলার শুনানি চলছিল। সেই সময় আচমকাই একজন আইনজীবী প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন! যদিও বেঞ্চ অবধি পৌঁছায়নি জুতোটি। অভিযুক্তকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, “ভারতে সনাতন ধর্মের অপমান বরদাস্ত করা হবে না।” সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। পরে প্রধান বিচারপতি বলেন, আদালত কক্ষের মধ্যে এই বিস্ময়কর ঘটনায় আমি বিচলিত নই। তাঁর কথায়, “এই ধরনের জিনিসে প্রাভাবিত হওয়ার ক্ষেত্রে আমিই শেষ ব্যক্তি।” প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন, প্রধান বিচারপতির দিকে জুতো ছুড়ে মারার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। আবার কেউ বলছেন, একটি কাগজের বান্ডিল ছুড়ে মারার চেষ্টা হয়েছে। ফলে আইনজীবীর মতো পোশাক পরিহিত ওই ব্যক্তি আসলে কী ছুড়ে মারার চেষ্টা করেছিলেন, তা নিয়ে দু’ধরনের বক্তব্য উঠে আসছে এজলাসে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কথায়। সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এজলাসে বসে তালিকায় থাকা মামলাগুলি শুনছিল। সেই সময়েই আইনজীবীর পোশাক পরা ওই ব্যক্তি হঠাৎ সামনের দিকে এগিয়ে আসেন এবং প্রধান বিচারপতির দিকে ওই বস্তুটি ছুড়ে মারার চেষ্টা করেন। তবে এজলাসে উপস্থিত নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন। ওই ব্যক্তিকে ধরে এজলাসের বাইরে নিয়ে যাওয়া হয়। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, তাঁকে যখন বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চিৎকার করে স্লোগান দিচ্ছিলেন ওই ব্যক্তি। তিনি বলছিলেন, “সনাতন ধর্মের অপমান সহ্য করব না।”যদিও এত কিছুর পরেও শান্ত এবং স্থির থাকেন প্রধান বিচারপতি। আইনজীবীর পোশাক পরা ওই ব্যক্তির এমন কাণ্ডের জেরে কয়েক মিনিটের জন্য বিঘ্নিত হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসের কার্যক্রম। তার পরে আবার স্বাভাবিক ভাবেই এজলাস চলতে থাকে। নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে বাইরে নিয়ে যাওয়ার পরে অন্য আইনজীবীদের নিজেদের সওয়াল চালিয়ে যাওয়ার জন্য বলেন প্রধান বিচারপতি। এজলাসে উপস্থিত আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, “এই সব দেখে বিভ্রান্ত হবেন না। আমরা বিভ্রান্ত নই। এ সব ঘটনা আমার উপর প্রভাব ফেলতে পারে না।” সপ্তাহ খানেক আগে প্রধান বিচারপতির এজলাসে মধ্যপ্রদেশের একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের মামলা শুনানি ছিল। সেই সময় একটি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “যাও, দেবতাকে জিজ্ঞাসা করো” অনেকের ধারণা ওই মন্তব্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বিচারপতি গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়া এবং ‘সনাতনের অপমান’ সম্পর্কিত মন্তব্যের। যদিও বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি প্রধান বিচারপতিকে। ঘটনার পরে তিনি নির্দিষ্ট কার্যপ্রক্রিয়া চালিয়ে যান তিনি। এমনকী বলেন, “এসব দেখে বিভ্রান্ত হবেন না। এসব আমার উপর প্রভাব ফেলবে না। শুনানি চালিয়ে যান।” তারপরেই এই নাটকীয় ঘটনা সুপ্রিম কোর্টে।