শিলিগুড়ি: লক্ষ্মী পুজোতে দামের ছাড় নেই মাছের ও। পুজোর পর থেকেই অথবা বলতে পারা যায় পুজোর আগের থেকেই দাম বেশি ছিল মাছের, এখনো দাম কমেনি, শিলিগুড়ির প্রধান তিনটি বাজারে মাছের দাম অপেক্ষাকৃত বেশি। ক্রেতারা জানিয়েছেন ছোট বড় সব মাছের দাম কিনতে গেলে মাথায় হাত দিতে হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন কিছু করার নেই, আমাদেরও কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে। কিন্তু কেন মাছের দাম বেশি এর উত্তর নেই কারো কাছে।