মালদা: প্রতিবছরের ন্যায় এই বছরও মালদা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পুজো কার্নিভাল। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো পুজো কার্নিভাল। শনিবার সন্ধ্যা থেকে মালদা শহরের সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোর পর্যন্ত আয়োজন করা হয়েছিল শোভাযাত্রা এবং প্রতিমা সহকারে এই পুজো কার্নিভালে। ইংলিশবাজার এবং পুরাতন মালদা এই দুই শহরের মোট ২৫টি ক্লাব অংশ নিয়েছিল শোভাযাত্রা এবং প্রতিমা সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরে। পুজো কার্নিভাল দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজো কার্নিভালের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ মৌসুম নূর, রাজ্যের দুই মন্ত্রী সাবিনা মন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের কো মেন্টর চৈতালি ঘোষ সরকার, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, দুই পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও কার্তিক ঘোষ,সহ অন্যান্যরা। আর এই পুজো কার্নিভালে অংশ নেওয়া সকল ক্লাব সদস্য এবং শোভাযাত্রায় অংশ নেওয়া সকলের জন্য টিফিনের ব্যাবস্থা করেছে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স। মালদা শহরের সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোড় পর্যন্ত হবে কার্নিভাল। প্রশাসনিক মঞ্চের পাশেই করা হয়েছে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের একটি সহযোগিতা ক্যাম্প। সেখান থেকেই দর্শনার্থীদের এই টিফিন তুলে দিলেন মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক, এছাড়াও উপস্থিত ছিলেন মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু,মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি,যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা।