বারবিশায় নেশার ট্যাবলেট সহ ধৃতদের রিমান্ড শেষে আদালতে পাঠাল পুলিশ

IMG-20250919-WA0146

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের বারবিশায় নেশার ট্যাবলেট সহ ধৃত তিন জনকে ৫ দিনের রিমান্ড শেষে শুক্রবার আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠাল কুমারগ্রাম থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম জীবন দেবনাথ, স্বরাং বসুমাতারি ও নহমিয়া বসুমাতারি। উল্লেখ্য, গত শনিবার বারোবিশার দক্ষিণ রামপুর এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে নেশার ট্যাবলেট সহ ওই তিনজনকে হাতেনাতে পাকড়াও করেছিল পুলিশ। ধৃত জীবন দেবনাথ বারবিশার দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা। সে নেশার ট্যাবলেটের কারবারের সঙ্গে যুক্ত। স্বরাং ও নহমিয়া অসমের চিরাং জেলার বাসিন্দা। তারা দু’জন নেশার ট্যাবলেট ক্রয় করতে বারবিশায় এসেছিল। তিনজনকে গ্রেফতার করে এনডিপিএস ধারায় মামলা রুজু করে পুলিশ। গত রবিবার তাদেরকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন। পুলিশি রিমান্ড শেষে এদিন ধৃতদের ফের আদালতে পাঠানো হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement