মালদা: গান্ধীজির ১৫৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে স্বচ্ছতা মিশন মালদা শহরে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ মালদা শহরে একটি সচেতনতা মিছিলের আয়োজন করা হয়। পুরবাসীকে স্বচ্ছতা নিয়ে সচেতন করতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন নির্মল সাথীর কর্মী ও বিভিন্ন ওয়ার্ডের জমাদাররা। মিছিলে পা মেলান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু, কাকলি চৌধুরী,পলি সরকার সহ পুর আধিকারিকরা। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধী মূর্তি পাদদেশে। সেখানে ৫৬ জন নির্মল সাথী এবং ২৯ জন জমাদারকে সার্টিফিকেট ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয় পুরসভার পক্ষ থেকে।মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি জেলার পৌরসভা এলাকায় স্বচ্ছতা অভিযান পালন করা হয়। ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকেও পালন করা হয় স্বচ্ছতা অভিযান। এদিন জাতির জনক মহাত্মা গান্ধীর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু, কাকলি চৌধুরী, পলি সরকার সহ অন্যান্য পুর আধিকারিকরা। শহর পরিষ্কার রাখার বিষয়ে পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সাফ জানান, নির্মল সাথী কর্মী এবং জমাদাররা নিয়মিত যাতে ওয়ার্ড এর বিভিন্ন এলাকা দেখাশোনা করেন এবং পরিষ্কার রাখেন। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার বার্তা দেন। কিছু ব্যবসায়ীরা বারবার বলার পরেও আবর্জনা পরিষ্কার করার বিষয়ে সাহায্য করছে না পৌরসভা কে। তাদের ক্ষেত্রে পৌরসভার পক্ষ থেকে নোটিশ পাঠানোর কথা জানান তিনি। প্রয়োজনে পেনাল্টি করা হবে। পাশাপাশি এদিন মহাত্মা গান্ধীর স্মৃতিচারণা করেন কৃষ্ণেন্দু বাবু।