মালদা: মালদা জেলা পুলিশের উদ্যোগে পূজা রোড গাইড ম্যাপ ২০২৫ এর উদ্বোধন। পুলিশ ক্লাব ভবনের ব্যাঙ্কোয়েট হলে পূজা গাইড ম্যাপ এবং শিশু পরিচয় পত্রের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, বিধায়ক আব্দুল গনি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিকঘোষ, কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস, মালদা মার্চেন্স চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু ও সম্পাদক উত্তম বসাক,মালদা মার্চেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল সাহা, ইংরেজবাজার থানার আইসি বাপন দাস সহ অন্যান্য আধিকারিকরা।এদিন জেলা পুলিশের গাইড ম্যাপে ইংরেজবাজার এবং পুরাতন মালদার মূলত পুজোগুলি ব্যাখ্যা তুলে ধরা হয়। কোথায় কি ধরনের ড্রপ গেট থাকবে, পুলিশি নিরাপত্তা এবং চেকপোস্ট কোথায় কোথায় থাকবে এরকমই নানান বিষয়গুলি জেলা পুলিশের এই গাইড মাপের তুলে ধরা হয়। পাশাপাশি দর্শণার্থীদের সুবিধার ক্ষেত্রে বিভিন্ন এলাকায় পুলিশের সহযোগিতা মূলক নম্বর এবং ক্যাম্প এই গাইড ম্যাপে উল্লেখ করা হয়েছে। এবছর পূজার সময় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশ ৭৯টি ড্রপ গেটের ব্যবস্থা করতে চলেছে ইংরেজ বাজার শহরে । পুলিশ সুপার জানান, যে সমগ্র মালদা জেলায় পূজা কমিটি রয়েছে।যানবাহন নিয়ন্ত্রণের জন্য ষষ্ঠী থেকে ড্রপ গেট বন্ধ করা হবে। বিকেল তিনটা থেকে রাত্রি দুইটা পর্যন্ত বন্ধ থাকবে ড্রপ গেট। সাইবার জালিয়াতির মামলা নিয়ে পুলিশ জনগণকে সচেতন করার জন্য কয়েকটি পূজা মণ্ডপে প্রচার চালাবে। পরিবারের সদস্যদের কাছ থেকে নিখোঁজ শিশুদের রক্ষা করার জন্য শিশুদের পরিচয়পত্রও উদ্বোধন করা হয় এদিন। সেই অনুষ্ঠানে জরুরি পরিষেবার জন্য কিউআর কোডের উদ্বোধন করা হয়।