কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির শান্তিনগর এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার এলাকার বাসিন্দা নন্দিতা বড়ুয়ার বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দিতাদেবী অফিস থেকে বাড়িতে ফেরেন। বাড়ি এসে তিনি দেখেন, ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে। এছাড়াও ঘরের দরজা, আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। ঘরে থাকা কিছু নগদ টাকা উধাও। বিষয়টি তিনি কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশকে জানান। পুলিশ বাড়িতে এসে চুরির ঘটনার তদন্ত করে। তবে এই বিষয়ে পুলিশে লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি। পুলিশ চুরির ঘটনাটি খতিয়ে দেখছে। দুর্গাপুজোর আগ মুহূর্তে জনবহুল এলাকায় বাড়িতে চুরির ঘটনা সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।