পুজোর মিউজিক ভিডিও অ্যালবাম ‘বলো দুগ্গা মাইকি’

IMG-20250924-WA0136

বাংলার সবচেয়ে প্রতীক্ষিত উৎসব দুর্গাপূজা। এই আসন্ন দুর্গাপূজার উৎসবমুখর আবহে ২০ সেপ্টেম্বর, অফিসিয়াল সারেগামা ইন্ডিয়া চ্যানেল থেকে মুক্তি পেল ‘বলো দুগ্গা মাইকি’, মিউজিক ভিডিও অ্যালবামটি।
পুজোর এই ভিডিও অ্যালবামটি ইউটিউবে প্রকাশ করার ২৪ ঘন্টার মধ্যে ১০ লক্ষ ভিউ অতিক্রম করল। যা একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। শুধু তাই নয়, গানটি ভারতের ইনস্টাগ্রাম রিল মিউজিকে শীর্ষ ৫০-এর মধ্যে স্থান পেয়েছে। অফিসিয়াল সা রে গা মা চ্যানেলে থেকে গানটি প্রকাশিত হয়েছে। গানটি যৌথ ভাবে প্রযোজনা করেছে সহায় ফাউন্ডেশন এবং ঝলক ইনফোটেইনমেন্ট।
‘বলো দুগ্গা মাইকি’ ভক্তি, সংস্কৃতি এবং ঐক্যের এক প্রাণবন্ত উদযাপন। ভিডিও তে অভিনয় করেছেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জী, দেবলীনা কুমার, গৌরব চ্যাটার্জী, সুস্মিতা চ্যাটার্জি, জন ভট্টাচার্য, রূপসা মুখোপাধ্যায়, রেজওয়ান, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ শিল্পীরা। গানের কথা লিখেছেন সোমরাজ দাস এবং গানটির পরিচালক ও সুরকার দেবাঞ্জন। গানটি গেয়েছেন এই সময়কার জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেষ্ঠা দাস।
প্রযোজনা সংস্থার এক মুখপাত্র বলেন, ‘বলো দুগ্গা মাইকি’র প্রতি দর্শকদের অগাধ ভালোবাসা দেখে আমরা সত্যিই রোমাঞ্চিত এবং অভিভূত। আমাদের লক্ষ্য ছিল এমন কিছু তৈরি করা যা দুর্গাপুজোর আনন্দ ও ভক্তিমূলক চেতনার সাথে প্রতিধ্বনিত হয় এবং মাত্র একদিনে ১০ লক্ষ ভিউ ছুঁয়ে ফেলা একটি বিশাল প্রাপ্তি আমাদের কাছে। এই অবিশ্বাস্য অর্জনের জন্য আমরা আমাদের অংশীদার, সা রে গা মা এবং সবচেয়ে বিশেষভাবে আমাদের দর্শকদের ধন্যবাদ জানাই’।
‘বলো দুগ্গা মাইকি’ ইতিমধ্যেই এই বছরের সেরা দুর্গাপূজা উদযাপনের চূড়ান্ত সঙ্গীত হয়ে উঠতে সক্ষম হয়েছে।

About Author

Advertisement