কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের বারবিশার পূর্ব চকচকায় রায়ডাক-২ নম্বর নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নূরজামাল মিঞা(২৩)। খোয়ারডাঙা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট দলদলিতে তার বাড়ি। সোমবার দুপুরে ছোট দলদলি এলাকায় রায়ডাক-২ নম্বর নদীতে স্নান করতে নামে নূরজামাল। তখন সে নদীতে তলিয়ে যায়। সোমবার নূরজামালের কোনও খোঁজ মেলেনি। মঙ্গলবার সকালে তার দেহ পূর্ব চকচকায় রায়ডাক-২ নম্বর নদীতে ভাসতে দেখা যায়। বারবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। বিকেল নাগাদ জেলা হাসপাতালের মর্গে দেহের ময়নাতদন্ত হয়। নূরজামালের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ছোট দলদলি গ্রামে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।