পাকিস্তানকে হারিয়ে সাপোর্ট স্টাফের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেন তিলক

Tilak-Varma-to-touch-Raghus-feet-Indian-Cricket-Team-dressing-room-video.jpeg

দুবাই: এশিয়া কাপে পাকিস্তানকে দু’বার হারিয়েছে ভারত। রবিবার সুপার ফোরে ৬ উইকেটে জিতেছেন সূর্যকুমার যাদবেরা। টানা দু’টি ম্যাচ জিতে ফুরফুরে রয়েছে ভারতীয় শিবির। সাজঘরের সেই ছবি প্রকাশ্যে এসেছে। জয়ের পর সাজঘরে ‘রাম রাম’ ধ্বনিও শোনা গিয়েছে। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর পদক নিতে গিয়ে সাপোর্ট স্টাফের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান তিলক বর্মা। তা দেখে হেসে গড়িয়ে পড়েন বাকিরা। সোমবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে বিসিসিআই। সেখানে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে নির্বাচিত করা হয় তিলককে। ম্যাচের সেরার পুরস্কার না পেলেও ভারতের যে ক্রিকেটার উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। রবিবার সেটা পান তিলক। পদক দেওয়ার আগে গুরুগম্ভীর ভাষণ দেন দলের থ্রোডাউন বিশেষজ্ঞ রাঘবেন্দ্র দিবজি ওরফে রঘু। তিনি বলেন, “সকলকে জানাই, রাম রাম। প্রতিভা ঈশ্বরের দেওয়া, নম্র থাকো। খ্যাতি মানুষের দেওয়া, কৃতজ্ঞ থাকো। মনঃসংযোগ নিজের তৈরি করা, খুব সাবধানে থাকো। অনুপ্রেরণা সাময়িক, শৃঙ্খলা চিরস্থায়ী। এই ম্যাচে কেউ নিখুঁত খেলেনি। সকলকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। খ্যাতি ঈশ্বরের কাছে পৌঁছয়, ঈশ্বর মহান। সাফল্য কখনও শেষ হয় না। ব্যর্থতা কখনও চূড়ান্ত হয় না।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement