ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি, পৌলানি স্থির ডায়মন্ডহারবার এসপি অফিসের সামনে সাংবাদিকের মুখোমুখি হয়েছেন। এ সময় উনি বললেন কেন্দ্রীয় সরকার জিএসটি বাড়িয়েছে তার কারণ হচ্ছে উনি চারিদিকে হারছেন যদি আগামী দিনে এরকম হয় তাহলে জি এস টি আরো কমবে।