বানারহাট: দুরামারি থেকে গয়েরকাটা যাওয়ার গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের উপর হঠাৎই শিকড়-সহ উপড়ে পড়ে যায় একটি বিশাল শাল গাছ। ঘটনায় রাস্তায় দীর্ঘক্ষণ যানজটের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা বহু যাত্রী, টোটো চালক ও বাইক আরোহীরা আটকে পড়েন।অপ্রত্যাশিত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মোরাঘাট রেঞ্জের খট্টিমারি বিটের বনকর্মীরা এবং গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বনকর্মীদের প্রচেষ্টায় পরে গাছটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।যদিও সৌভাগ্যবশত ঘটনায় কেউ আহত হননি। তবে গাছ পড়ে বিদ্যুৎ তার ছিঁড়ে যাওয়ায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দ্রুততার সঙ্গে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।