মালদহ: আবারো গ্রেপ্তার এক বাংলাদেশী। এবারে এক মহিলা বাংলাদেশীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ শহর লাগোয়া, ভারত বাংলাদেশ সীমান্তের সুস্তানি মোড় এলাকায় হানা দিয়ে মোহিলাকে গ্রেফতার করে। জানা গেছে ধৃত বাংলাদেশী মহিলার নাম দেবী রানী দাস। বয়স ২০ বছর। বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলা বাংলাদেশ তেকে এক আত্মীয়র বাড়িতে এসেছিল। ভারত বাংলাদেশ সীমান্তের মহদিপুর দিয়ে পারাপার হত। তার আগেই সন্দেহজনকভাবে সুস্তানি মোর এলাকায় তাকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার তাকে মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।