বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ চোপড়া, প্রথম থ্রোতেই যোগ্যতা অর্জন

IMG-20250918-WA0000

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ার ভারতীয় কিংবদন্তি নীরজ চোপড়া ফের একবার প্রমাণ করলেন কেন তিনি বিশ্বমানের অ্যাথলিট। টোকিও ন্যাশানল স্টেডিয়ামে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা পর্বে প্রথম থ্রোতেই ৮৪.৮৫ মিটার দূরত্ব অতিক্রম করে ফাইনালের টিকিট নিশ্চিত করলেন নীরজ।
যোগ্যতার জন্য যেখানে ৮৪.৫ মিটারই যথেষ্ট ছিল, সেখানে প্রথম প্রচেষ্টাতেই সেই সীমা অতিক্রম করেন তিনি। ফলে দ্বিতীয় থ্রোর প্রয়োজনই হয়নি। ২০২২ সালে ইউজিনে রুপো জয় ও ২০২৩ সালে বুদাপেস্টে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবার টোকিওয় অন্যতম ফেভারিট হিসেবে নেমেছেন নীরজ।
প্যারিস অলিম্পিক্সে পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে সোনা হারালেও নীরজ এবার স্বমহিমায় ফিরে আসার সংকল্পে দৃঢ়। বিশেষজ্ঞদের মতে, পুরুষদের জ্যাভলিনে বিশ্বচ্যাম্পিয়ন খেতাব ধরে রাখা অন্যতম কঠিন চ্যালেঞ্জ। সামনে জার্মানি ও চেক প্রজাতন্ত্রের শক্তিশালী প্রতিপক্ষরা যেমন আছে, তেমনি আবারও পাকিস্তানি প্রতিদ্বন্দ্বী নাদিমের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাও জোরদার হচ্ছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement