ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন হল বারুইপুরে 

1606405067_5fbfcbcb2c4b6_biman (1)

বারুইপুরের মহকুমা হাসপাতালের সন্নিকটে ওয়ান স্টপ সেন্টারের শুভ উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। এখানে যে সমস্ত পরিষেবা পাওয়া যাবে-পারিবারিক হিংসা বা যেকোনো ধরনের নির্যাতনের শিকার মহিলাদের জন্য সহায়তা কেন্দ্র যেমন চিকিৎসা সহায়তা, পুলিশি সহায়তা, আইনি সহায়তা, আপদকালীন আশ্রয় ও কাউন্সেলিং করানো হবে এই সেন্টারে। আপাতত পাঁচটি বেড নিয়ে এই বারুইপুর মহকুমা হাসপাতালে দক্ষিণ ২৪ পরগনার এই প্রথম এই কেন্দ্রটি আজ উদ্বোধন করা হলো। বিমান বন্দ্যোপাধ্যায় জানান যেভাবে আদালতের উপরে চাপ বাড়ছে এই সমস্ত নারী নির্যাতনের শিকারের গৃহবধূ-মহিলারা তারা কোথায় যাবে তাদের বাঁচাতে হবে সেই কারণে আজ এই সেন্টারের খুব দরকারহয়ে পড়ে। যেটি আজ বারুইপুর মহকুমা হাসপাতালে উদ্বোধন হলো।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement